• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

বজ্রপাতে ২ গরু হারিয়ে নিঃস্ব আশ্রাব আলী

  • ''
  • প্রকাশিত ০৭ মে ২০২৪

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের তরং গ্রামের পশ্চিমের মাঠে বজ্রপাতে দুটি গরুর মৃত্যু হয়েছে। সোমবার এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া গরু দুটির বাজার মূল্য( প্রায়) দেড় লাখ টাকা।

গরুর মালিক সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের তরং গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে আশ্রাব আলী।

বিষয়টি নিশ্চিত করেন,উত্তর শ্রীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহিন আখঞ্জী।

গরুর মালিক আশ্রাব আলী জানান, আমি এতিম ছোট কালে বাবাকে হারিয়ে দুঃখের সাগরে ভাসতে ভাসতে বড় হয়েছি, মা জননী বড় কষ্ট করে, দুটি গরু ক্রয় করেছিলেন, মোটাতাজা করে বাজারে বিক্রয়ের জন্য এতে যা আয় হত, তা দিয়ে একটু সুখের ছোঁয়া লাগতো। কিন্তু সুখ আমাদের কপালে নেই। লাভের আশায় কষ্টের পুঁজি চলে গেছে। সোমবার সকালে হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত হলে মাঠেই মারা যায় গরুটি।

দুর্যোগে গবাদিপশু ক্ষয়ক্ষতি হলে, কোন সহায়তা আছে কি না? এব্যাপারে তাহিরপুর উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান এর কাছে জানতে চাওয়া হলে, তিনি বলেন, গবাদিপশু পালনকারীকে আরও সতর্ক অবলম্বন করতে হবে । ভুক্তভোগীর ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে দেখি,কোন ব্যবস্থা করা যায় কি না। ।প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি হলে, দুর্যোগ অধিদপ্তর ব্যবস্থা গ্রহণ করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads